ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে এবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে সাদা দল ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার ডাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউটিএল অভিযোগ করে, নির্বাচন পরিচালনার অধিকাংশ দায়িত্বে থেকেও অনিয়মের অভিযোগ তুলে বিবৃতি দেওয়া সাদা দলের পক্ষ থেকে ‘দ্বিচারিতা’ হয়েছে। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস বলেন, ডাকসু নির্বাচন কমিশনের ১০ জন সদস্যের মধ্যে আটজনই সাদা দলের, পাশাপাশি অধিকাংশ প্রভোস্ট ও ডিনও তাদের সঙ্গে যুক্ত। ফলে নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলার আগে নিজেদের ভূমিকা নিয়ে ভাবা উচিত ছিল। অন্যদিকে, সম্প্রতি সাদা দল এক বিবৃতিতে ডাকসু ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যাখ্যা দাবি করে। তারা বলে, একটি অনুসন্ধানী প্রতিবেদনে ভোটে ব্যাপক অনিয়মের প্রমাণ মিলেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ঐতিহ্য ও...