গতকাল শনিবারের আগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদ শেষবার খেলছে গত মার্চে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ওই ম্যাচে পেনাল্টি শট নিতে গড়বড় পাকিয়েছিলেন হুলিয়ান আলভারেস। শট নেওয়ার সময় পা পিছলে বলে দুইবার স্পর্শ হওয়ার অভিযোগে আলভারেসের গোলটা বাতিল হয়। তাতে কোয়ার্টার ফাইনালে ওঠে রেয়াল মাদ্রিদ। সেই ঘটনার নয় মাস পর গতকাল মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুদল। এবার রেয়ালকে সামনে পেয়ে আগেরবারের দুঃখ ঘোচালেন আর্জেন্টাইন তারকা। আলভারেসের জোড়া গোলে ভর করে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। আতলেতিকোর হয়ে অন্য গোল তিনটি করেছেন রবিন লে নরমান্দ, আলেক্সান্দার সরলথ ও আঁতোয়ান গ্রিজমান। রেয়ালকে বড় ব্যবধানে উড়িয়ে দেওয়ার পথে ৭৫ বছর পর এক কীর্তি গড়েছে আতলেতিকো। মাদ্রিদ ডার্বিতে ১৯৫০ সালের পর এই প্রথম রেয়ালের জালে অন্তত ৫ গোল দিল আতলেতিকো। এর...