শেষ কয়েক বছরে শ্রীলঙ্কা-বাংলাদেশের লড়াইটা যেন বাড়তি উত্তাপই ছড়ায়। এশিয়া কাপের দুই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের লড়াইয়ে হারলেও সুপার ফোরে রুদ্ধশ্বাস ম্যাচে লঙ্কানদের হারিয়েছিলেন লিটন দাসরা। এবার তাদের পথ ধরে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সে ম্যাচটাও রোমাঞ্চ কম ছড়ায়নি। নাটকীয় এক ম্যাচ শেষে বাংলাদেশ পেয়েছে ১ রানের জয়। নারী বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল বাংলাদেশের ভাগে। প্রথমটা বৃষ্টিতে ভেসে গেলে সবেধন নীলমণি শ্রীলঙ্কা ম্যাচটাই ছিল বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন করার একমাত্র উপায়। সে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরুতেই ওপেনার ফারজানা হক বিদায় নেন ১ রানে। তবে দ্বিতীয় উইকেটে দল পায় ৯০ রানের জুটি। রুবিয়া হায়দারের সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ শারমিন আক্তার। ওপেনার রুবিয়া করেন ৫২ বলে ৩৩ রান। তবে শারমিন...