সম্প্রতি নেপালে সংঘটিত জেন-জি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। প্রথমে খবর বের হয়, পদত্যাগপত্র লিখে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। কিন্তু, সপ্তাহখানেক না যেতেই জানা যায়, সেনাবাহিনীর হেফাজতে আত্মগোপনে ছিলেন ক্ষমতাচ্যুত এ প্রধানমন্ত্রী। এরপর প্রকাশ্যে এসে নিজেই অস্তিত্বের জানান দেন তিনি। এবার কে পি শর্মা অলিকে দেখা গেল নিজ দলের রাজনৈতিক এক অনুষ্ঠানেও। এমনকি সেখান থেকে দেশবাসীর উদ্দেশে ফেরার বার্তাও দিয়েছেন তিনি। অভ্যুথানের এক মাস না যেতেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর প্রকাশ্য রাজনীতিতে এমন সক্রিয় হওয়ার ব্যাপারটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এরই মধ্যে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডুর আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন কেপি শর্মা। সেখানে তিনি বলেন, আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব? নেপালের সদ্য ক্ষমতাচ্যুত...