নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এসময় তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তোলা হয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শাহরাস্তি পৌর এলাকার কালিয়াপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে শাহরাস্তি গেট দোয়াভাঙ্গা এলাকায় শেষ হয়। মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনতা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে কঠোর ভাষায় অবাঞ্ছিত ঘোষণা করে হুঁশিয়ারি দেন, “আগামী দিনে শাহরাস্তির মাটিতে নাসীরুদ্দীন পাটোয়ারীকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে। এই নাসিরের ঠিকানা শাহরাস্তি হতে পারে না।” বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নাসীরুদ্দীন পাটোয়ারী স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান...