শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতিহাস গড়ল নেপাল। প্রথমবারের মতো কোনো আইসিসি ‘ফুল-মেম্বার’ দলের বিপক্ষে জয় পেয়েছে তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে দিয়েছে রোহিত পাউডেলরা।টস হেরে ব্যাট করতে নেমে নেপালের শুরুটা ছিল ভয়াবহ—মাত্র ১২ রানে দুই ওপেনার কুশল ভুর্তেল ও আসিফ শেখকে হারায় নেপাল। তবে অধিনায়ক রোহিত পাউডেল (৩৮ বলে ৩৮) ও কুশল মল্লা (২১ বলে ৩০) তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। পরে গুলসান ঝা (২২), দিপেন্দ্র সিং (১৭), সুনদীপ জোরা (৯) ও সোমপাল কামি (৬*) এর ছোট ছোট অবদান মিলে নির্ধারিত ২০ ওভারে নেপাল দাঁড় করায় ১৪৮/৮। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেন মাত্র ২০ রানে। নবীন বিদাইসি পান ৩ উইকেট।...