জাতি পুনর্গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ড. ইউনূস প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করে বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শুরু হওয়া পরিবর্তনগুলোর অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বলেন, ‘আমরা সবসময়ই আপনাদের সম্পৃক্ত করার পরিকল্পনা করেছি এবং আপনারা কীভাবে যুক্ত হতে পারেন তার পথ খুঁজেছি। আপনাদের দেখে আমরা নতুন উদ্দীপনা নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গ্যালারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে নেমে একসঙ্গে খেলুন।’ অনুষ্ঠানে দেশ থেকে আগত বিভিন্ন রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সফরে রাজনৈতিক নেতাদের আমাদের...