মুম্বাই কাঁপাচ্ছে মুখার্জি বাড়ির দুর্গাপূজার আমেজ। পঞ্চমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার মুখ উন্মোচনের মুহূর্তেই জমে উঠল তারকাখচিত আসর। উপস্থিত ছিলেন বলিউডের দুই তারকা কন্যা রানি মুখোপাধ্যায় ও কাজল। কয়েকে দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম কান্ডারি এই পরিবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারের মুখার্জি বাড়ির দুর্গাপূজাও যে রঙ, গান, আড্ডা আর তারকাদের আভায় মাতিয়ে তুলবে মুম্বাইকে, তার ইঙ্গিত মিলল উদ্বোধনী সন্ধ্যাতেই।ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, পঞ্চমীর সন্ধ্যাতই প্রকাশ্যে এল এবারের মুখার্জি বাড়ির দুর্গা প্রতিমার মুখ। আর এই উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বাড়ির রানি ও কাজল। কাজলের পরনে রুপালি রঙের শাড়ি সিঁদুর রঙের ব্লাউজ। হাতে লাল কাচের চুড়ি। একেবারে দুর্গাপূজার ফেস্টিভ লুক। অন্যদিকে রানি বেছে নিয়েছিলেন সাদা রঙের ইক্কত। পঞ্চমীতে দুই বোন বুঝিয়ে দিলেন, তাদের পূজার সাজ এবার হবে নজরকাড়া।রানি ও কাজলের বাড়ির দুর্গাপূজায়...