খুলনায় বাজারে সবজির দামে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে দাম এখনো চড়া। বিশেষ করে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এদিকে বিভিন্ন অভিযোগ থাকলেও সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। রোববার (২৮ সেপ্টেম্বর) খুলনার নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, নিউ মার্কেট বাজার ও জোড়াকল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, মুরগির বাজারে কেজি প্রতি দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহেও ১৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। সোনালি মুরগির দামও বেড়েছে। ২৬০ টাকার সোনালী মুরগী ১৫-২০ টাকা কেজিতে বেড়েছে। গরুর মাংসের দাম কেজি প্রতি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১১৫০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। সবজির...