সবশেষ ১৯ বছর আগে রাষ্ট্রক্ষমতায় ছিল দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি। পঞ্চম ও ষষ্ঠ সংসদে এককভাবে ও অষ্টম সংসদে জোটগতভাবে ক্ষমতায় বসে দলটি। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ দেড় যুগ। সময় ও রাজনৈতিক আবহ যেমন বদলেছে, দেশ দেখেছে স্বৈরশাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানও। সম্প্রতি, অন্তত ৫০ শতাংশের বেশি সাংগঠনিক জেলায় কাউন্সিল করেছে দলটি। ঢেলে সাজানো হচ্ছে ড্যাব-এ্যাবের মতো বিএনপির প্রধান পেশাজীবী সংগঠনগুলোও। এতে তৃণমূলে চাঙাভাব এলেও অন্তর্বিরোধে ধরাশায়ী দেশের অন্যতম বৃহত্তম এই দল। এছাড়া দীর্ঘদিন কমিটি না থাকায় ঢিমেতালে চলছে বিএনপির ১১টি অঙ্গ-সহযোগী সংগঠন। এতে নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরে বাড়ছে হতাশা, অপরাধে জড়িয়ে পড়ছেন কেউ কেউ দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচন বয়কট করলেও একাদশ সংসদে ভোটে অংশ নিয়েছিল দলটি। তবে সেই নির্বাচনে বিপুল কারচুপি ও আগের রাতে ভোটের অভিযোগে...