ভারতের তামিলনাডুতে তামিলাগা ভেত্তরি কাঘাজাম (টিভিকে) দলের প্রধান অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির সমাবেশে পদদলনের এক ঘটনায় শিশুসহ অন্তত ৩৯ জনের মৃত্যু এবং আরও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিজয় নির্বাচনের জন্য রাজ্যজুড়ে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছেন, তার মধ্যে শনিবার তামিলনাডুর কারুর জেলায় এ ঘটনাটি ঘটে। কারুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখানে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন সাংবাদিকদের বলেন, “এ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৭ জন নারী, ১৩ জন পুরুষ, ৫ জন বালিকা ও ৪ জন বালক। আহত ৫১ জনকে নিবিড় চিকিৎসা নিতে হচ্ছে, তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারী।” এর আগে রাজ্যটির বিধায়ক সেন্থিল বালাজি সাংবাদিকদের জানিয়েছিলেন, পদদলনের এ ঘটনায় আহত ৫৮ জনকে হাসপাতালে ভর্তি...