লা লিগার এবারের আসরে শুরু থেকেই দাপটের সঙ্গেই পথ চলছিল রিয়াল মাদ্রিদ। টানা ৬ ম্যাচ জিতে অন্যরকম কিছুর আভাস দিয়েছিল দলটি। তবে শনিবার রাতে যা হল তা রীতিমতো অবিশ্বাস্যই। মেত্রোপলিতানোয় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে রীতিমতো উড়ে যায় দলটি।লড়াইটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে অ্যাথলেটিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না। তবে রিয়াল যে ৫ গোল হজম করবে তা হয়তো কেউ ভাবেনি। লা লিগায় শনিবার অ্যাথলেটিকেজার মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ।রিয়াল আগেও অ্যাথলেটিকোর কাছে হেরেছে। কিন্তু ৫ গোল হজম করল ৭৫ বছর পর। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল।শনিবার ঘরের মাঠে ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় অ্যাথলেটিকো। গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ সেন্টার ব্যাক রবিন লে নরমান্দ। ২৫তম মিনিচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। আর্দা গুলেরের বাড়ানো বলে গোল...