জেলা-উপজেলায় প্রতিভাবান শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬টি ভেন্যুতে মার্কস অলরাউন্ডার ২০২৫ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এবং ২৭ সেপ্টেম্বর সফলভাবে ফেনী জিএ একাডেমি হাই স্কুল, নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কুমিল্লা, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লা ইউসুফ হাই স্কুলে অনুষ্ঠিত হয়।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহের মধ্যে রয়েছে— প্লে-চতুর্থ : জুনিয়র স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্পবলা। ৫ম-৮ম : মিডল স্কুল। বিষয়: গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা। ৯ম-১২দশ : হাইস্কুল এবং কলেজ। বিষয় : গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।মার্কস অলরাউন্ডারে ৩টি গ্রুপ থেকে সেরা ৩ অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার...