প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই ও সাশ্রয়ী আবাসনের সমাধান গড়ে তুলতে বাংলাদেশে জাতিসংঘ-হ্যাবিট্যাটের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের আন্ডার সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শহর এলাকায় সাশ্রয়ী আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা হয়। অধ্যাপক ইউনূস বলেন, ঘনঘন বন্যা, নদীভাঙন ও ঘূর্ণিঝড়ে হাজারো পরিবার প্রতি বছর গৃহহীন হচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বহুমুখী, উদ্ভাবনী ও টেকসই আবাসন মডেল প্রয়োজন। তিনি প্রস্তাব করেন, এমন ছাদ তৈরি করা যেতে পারে যা বন্যার সময় নৌকার মতো ব্যবহারযোগ্য হবে। নারীবান্ধব ঘর নকশার গুরুত্ব তুলে ধরে ইউনূস বলেন, আবাসন পরিকল্পনায় অবশ্যই...