এশিয়া কাপের শিরোপা নির্ধারণের চূড়ান্ত লড়াইয়ে আজ মাঠে নামবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের মেগা ফাইনালে জয় তুলে নিয়ে সেরার মুকুট মাথায় পড়তে চাইবে উভয় দল। শক্তিমত্তা আর টুর্নামেন্টের ফর্মের বিচারে ভারত এগিয়ে থাকলেও জয়ের বিষয়ে আশাবাদী পাকিস্তান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ফাইনালে পাকিস্তান দলকে কীভাবে দেখবে সবাই? এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘ইনশাআল্লাহ ফাইনাল জিততেই দেখবেন (হাসি)। সেরা ক্রিকেট খেলাটাই আমাদের কৌশল। ৪০ ওভারে সেরাটা খেলতে পারলে প্ল্যান কাজে লাগাতে পারলে যেকোনো দলকে হারানোর বিশ্বাস রাখি আমরা।’ তবে ফাইনালে চাপ থাকবে, সেটা স্বীকার করে নিলেন তিনি, ‘ফাইনালে আমার মনে হয় দুই দলের উপর সমান চাপই থাকবে। আমাদের চিন্তা হচ্ছে সেরাটা দিয়ে এই ম্যাচ জেতা। মিডিয়া কী বলছে এসব আমরা দেখছি না, তাদের ইচ্ছা...