ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে সংলাপ কার্যক্রম শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসজুড়ে চলবে এই সংলাপ, যেখানে পর্যায়ক্রমে সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেবেন। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রথম দিনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধি ও বুদ্ধিজীবীর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপ করবে কমিশন। ইসি সূত্রে জানা গেছে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধুরী প্রমুখ। শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত...