গ্রেপ্তারের পর অভিযুক্তকে ইতোমধ্যেই তদন্তের স্বার্থে মুম্বাই নিয়ে আসা হয়। আদালতে হাজির করা হলে আদালত তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন পুলিশ তদন্ত করে দেখছে, অভিযুক্ত ব্যক্তি সত্যিই কোনো গ্যাংস্টারের সঙ্গে যুক্ত, নাকি কেবল ভয় দেখিয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করছিল।এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ নয়। কিছুদিন আগে কানাডায় তার উদ্বোধিত ক্যাফেতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটে। গত ৪ জুলাই উদ্বোধনের পর ১০ জুলাই এবং পরে ৭ আগস্ট ক্যাফের বাইরে কয়েক রাউন্ড গুলি চলে।এ ছাড়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সম্প্রতি কপিলের জনপ্রিয় শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বারবার 'বোম্বাই' বলে সম্বোধন করার কারণে কপিলের ওপর ক্ষুব্ধ হন এমএনএস কর্মকর্তারা। এটিই কপিল শর্মার জীবনে প্রথম এমন বিপদ...