বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে এক অদ্ভুত ঘটনা ঘটে। অভিযানের আগে কর্মচারীদের ময়লা ছিটিয়ে দিতে দেখা যায়— যা পরে পরিষ্কার করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি প্লাস্টিক বোতল ও অন্যান্য ময়লা-আবর্জনা একটি স্থানে ফেলে দিচ্ছেন। পরে জেলা প্রশাসক শামীম আরা রিনির উপস্থিতিতে কর্মকর্তারা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা তা পরিষ্কার করেন।ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেকেই প্রশ্ন তোলেন— পরিষ্কার অভিযানে ময়লা না থাকলে নতুন করে কেন ময়লা ছিটাতে হলো?ঘটনা নিয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আমাদের কোনো অফিসার ময়লা ফেলতে নির্দেশ দেননি। কেউ পেছন থেকে বলেছিল—এখানে তো...