শহরের রাস্তায় প্রকাশ্যে পাহাড়ি যুবকদের এমন সশস্ত্র ভূমিকায় সংশয় ও অসন্তোষ প্রকাশ করেছে শান্তিপ্রিয় পার্বত্যবাসী। তারা বলছেন, শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন উদ্দেশ্যমূলকভাবে সশস্ত্র সন্ত্রাসীদের ইন্ধন ও লেলিয়ে দিচ্ছে। তাদের এমন অস্ত্র হাতে আক্রমণ শহরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। ভিডিও দেখে অস্ত্র হাতে সহিংস আক্রমণকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন নেটিজেনরা। পরিস্থিতি উত্তপ্ত করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে একটি মহল ধর্ষণ ইস্যুকে সামনে আনছে। অথচ ইতোপূর্বে একাধিক পাহাড়ি মেয়ে পাহাড়ি যুবকদের দ্বারা ধর্ষণ, গণধর্ষণের শিকার হলেও সামাজিক বিচারের নামে ভুক্তভোগীদের সাথে প্রতারণা করা হয়েছে। ধর্ষণের ক্ষেত্রে ১০ হাজার টাকা, গণধর্ষণে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে ধর্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও একাধিক অভিযোগ রয়েছে। তখন পাহাড়ি সংগঠনগুলো নীরব থেকেছে। তারা তখন ব্যানার নিয়ে রাস্তায়...