বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, অস্ত্র ও মাদক সম্পৃক্ততা, আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততাসহ নানা ঘটনায় জড়িত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৫৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, সেমিস্টার ও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১৯ জনকে আজীবন বহিষ্কার, ছয়জনকে ৪ সেমিস্টার, একজনকে ৩ সেমিস্টার, ১৩ জনকে ২ সেমিস্টার বহিষ্কার, ১৫ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।পাশাপাশি সাতজনকে সতর্ক করা এবং একজনকে সতর্ক করার পাশাপাশি হল ও বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সদস্যপদ বিলুপ্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। জুলাই আন্দোলনে হামলার ঘটনায় আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সভাপতি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মো....