স্টারলিংকের সেবার মান ও ইন্টারনেটের গতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দাম দিয়ে চরম অসন্তোষ গ্রাহকদের। এ ছাড়া ছোটখাটো কারিগরি সমস্যার পাশাপাশি ভিন্ন ভিন্ন অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক এই ইন্টারনেটের। তবে বাংলাদেশে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে এরই মধ্যে। গত ২০ মে থেকে বাংলাদেশে স্যাটেলাইটনির্ভর ইন্টারনেট সংযোগের জন্য অর্ডার গ্রহণ শুরু করে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। দ্রুতগতির ইন্টারনেট সেবার আশায় দেশের নানা শ্রেণি-পেশার মানুষের আগ্রহ বাড়ছে। কিন্তু দাম অনেক বেশি হওয়ায় শহুরে গ্রাহকদের কাছে স্টারলিংকের তুলনামূলক সাড়া কম। বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোর সঙ্গে স্টারলিংক তার স্যাটেলাইট নেটওয়ার্ক সংযোগ করার জন্য গাজীপুরের হাইটেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে। যার মাধ্যমে দ্রুতগতির সংযোগ, কম ল্যাটেন্সি,...