২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ এএম র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেছেন, ফরিদপুরে পূজা মণ্ডপে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে র্যাব। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি জানান। স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, পূজার সময় গুজবে কান না দিয়ে তথ্য যাচাই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে অবহিত করে সহায়তা গ্রহণের জন্য মন্দির কমিটির প্রতি অনুরোধ করেছে র্যাব। এর আগে ফরিদপুর শহরের গোয়ালচামট চৌধুরী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন এবং মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন তিনি। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক রয়েছে র্যাব। প্রতিটি পূজা মণ্ডপে পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে র্যাব। প্রথম বাংলাদেশি হিসেবে মিডিয়া...