২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম ২৮ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫ তালিকায় বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে। প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি ও সামরিক ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি দেখিয়েছে। এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। ডাবলিনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ফজলুর রহমান জুয়েল বলেন, “আমরা যারা দেশের বাইরে থাকি, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা। আয়ারল্যান্ডে সেটা সবসময়ই অনুভব করেছি। এখন বিশ্বের ২য় শান্তিপূর্ণ দেশের স্বীকৃতি পাওয়ায় গর্বিত বোধ করছি। মনে হয়, এখানে পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকা যায়। বিশ্লেষকরা মনে করছেন, এ...