আইইউবিএটিতে ভর্তি হই ১৯৯২ সালে। সে সময় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের’ ধারণা তো বটেই, বিবিএ প্রোগ্রামটিও আমাদের দেশে একেবারে নতুন। এখন যখন বিবিএর জনপ্রিয়তা দেখি, আইইউবিএটির সুনাম দেখি—বেশ ভালো লাগে। গর্বও হয়। মনে হয় একটা ইতিহাসের অংশ হয়ে আছি। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা তখন সবে শুরু হয়েছে। আমার জানামতে, আইইউবিএটিই প্রথম। নর্থ সাউথ ইউনিভার্সিটি শুরু হয়েছিল তারও পরে, তবে অনুমোদন পেয়েছে আগে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির গ্রহণযোগ্যতা কেমন হবে, এখান থেকে পাস করে শিক্ষার্থীরা আদৌ চাকরি পাবে কি না, এমন নানা প্রশ্ন ছিল মানুষের মনে। কারোরই পরিষ্কার ধারণা ছিল না। না অভিভাবকের, না শিক্ষার্থীর। কিন্তু আইইউবিএটির প্রতিষ্ঠাতা আলিমউল্যা মিয়ান স্যারের সঙ্গে কথা বলে আমি আর আমার মা-বাবা খুব অনুপ্রাণিত হই। স্যার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক। তাঁর কাছেই জেনেছিলাম, বিবিএ একটি বাস্তবমুখী শিক্ষা,...