চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দুর্গা পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপ নিরাপদ রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা চট্টগ্রামকে সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। সেজন্য ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি গড়তে সব নাগরিককে দায়িত্বশীল হতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নগরীর লালদিঘীর চসিক পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপে সিটি কর্পোরেশনের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। এ সময় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপে ৫ লাখ টাকা এবং আরও ২৬৯টি পূজা মণ্ডপের প্রতিটির জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র। পূজার পর...