টানা কয়েক দফা বৃদ্ধির পর দেশের বাজারে এবার কিছুটা কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৯৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকে নতুন এই দর কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা বিক্রি হবে। গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৯ হাজার ৪২৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ...