রাজধানীর মোহাম্মদপুরে দেড় লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রায়েরবাজার দুর্গা মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জীবন আহমেদ পলাশ। পুলিশ জানিয়েছে, তিনি আগেও জাল টাকার অভিযোগে ধরা পড়েছিলেন। জব্দ করা নোটগুলো সবই ১ হাজার টাকার জাল নোট। এগুলোতে আসল টাকার মতো জলছাপ, সিকিউরিটি থ্রেড ও আলো ফেললে বাংলাদেশ ব্যাংক লেখাও দৃশ্যমান হয়। ফলে সাধারণ মানুষের পক্ষে সহজে বোঝা সম্ভব নয় যে এগুলো জাল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ স্বীকার করেছেন, তিনি কেরানীগঞ্জের বসিলা ব্রিজের অপর পাশ থেকে...