বিশ্ব ক্রিকেটে অন্যতম বড় অঘটনের জন্মদিন নেপাল। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। শনিবার ১৯ রানে জিতেছে নেপাল।শনিবার রাতে শারজায় চমকে দিল নেপাল। এশিয়া কাপে জায়গা না পাওয়া দলই এশিয়ার ক্রিকেটের মুখ উজ্জ্বল করল। আগে ব্যাট করা নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা। শেষমেষ তারা থামে ১২৯ রানে।ক্যারিবীয়দের এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দিনটি নেপালের জন্য ঐতিহাসিক বটে। এখন পর্যন্ত তারা মাত্র ৮ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে। অষ্টম ম্যাচেই প্রথম কোনো পূর্ণ সদস্য দেশকে হারানোর রেকর্ড গড়ল নেপাল।টস হেরে আগে ব্যাট করতে নামে রোহিত পৌডেলের দল। শুরুতে দ্রুতই ২ উইকেট হারালেও অধিনায়ক রোহিত ও কুশল মাল্লার ব্যাটে ঘুরে দাঁড়ায় এশিয়ান দেশটি।...