শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান। বিটিসিএলের নতুন উদ্যোগে প্রথম ধাপেই আসছে এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) ভিত্তিক মোবাইল সিম এবং ‘বিটিসিএল আলাপ’ নামের একটি আইপি ফোন অ্যাপ। এর মাধ্যমে শর্তসাপেক্ষে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস সুবিধা পাবেন। নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং নীতিমালায় এমভিএনও সেবা চালুর সব বাধা দূর করায় এটি সম্ভব হয়েছে। একইসঙ্গে ‘বিটিসিএল জীপন’ নামে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে, যার মাধ্যমে নিশ্চিত হবে আনলিমিটেড ডেটা। আর বিনোদনের জন্য যুক্ত হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ, চরকি বা হইচই। পরবর্তী সময়ে নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর ফলে দেশীয় বাজারে ওটিটি পাইরেসি সমস্যার সমাধান হবে বলে...