দক্ষিণ ভারতের অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। এছাড়া পদদলিত হয়ে আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর করুর জেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন নারী ও ৯ শিশু রয়েছেন। সমাবেশে হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।আরো পড়ুন:আসামের বৃদ্ধা সাকিনাকে ঢাকায় আদালতে পাঠাল পুলিশবাংলাদেশে পুশ ব্যাক করা ৬ ভারতীয়কে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বাংলাদেশে পুশ ব্যাক করা ৬ ভারতীয়কে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ পুলিশের একটি সূত্র জানিয়েছে, থালাপতি বিজয় জনসভার মঞ্চে আসার পর তাকে কাছ থেকে দেখতে গিয়ে মঞ্চের ব্যারিকেডের দিকে চলে আসেন মানুষ। ওই সময় দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হলে অনেকে জ্ঞান হারান। এরপরই পদদলনের ঘটনা ঘটে। পুলিশের অপর একটি সূত্র...