ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের রাত তিন জায়ান্টের হার দেখেছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দুদলই একই ব্যবধান ৩-১ গোলে হেরেছে যথাক্রমে ব্রেন্টফোর্ড এবং ব্রাইটনের কাছে। গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ২-১ গোলে হার মেনেছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। পাঁচ জয়ের পর এটি প্রথম হার লিগের শীর্ষ দল লিভারপুলের। ম্যানইউ, চেলসি ও লিভারপুলের হারের দিন ম্যানচেস্টার সিটি পেয়েছে বড় জয়। তারা ৫-১ গোলে জয়ী হয়েছে বার্নলির বিপক্ষে। ব্রেন্টফোর্ডের মাঠে প্রথম ২০ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়া ম্যানইউ আরও ধাক্কা খায় দ্বিতীয়ার্ধে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের পেনালটি মিসে। এ নিয়ে এই মৌসুমে দ্বিতীয়বার পেনালটি মিস করলেন পর্তুগিজ মিডফিল্ডার। এদিকে ৫৩ মিনিটে দশজনের দলে পরিণত হওয়া চেলসি লিড ধরে রাখতে পারেনি। উলটো তিন গোল হজম করে ম্যাচ হেরে যায় তারা। প্রতিপক্ষের মাঠে লিভারপুল ৮৭ মিনিটে ম্যাচে সমতা এনেছিল...