স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও ছেলে–মেয়েরা টাকা পাঠালে কর দিতে হবে না। এটা উপহার বা দান হিসেবে দেখা হয়। এতে কর বসে না। চলতি অর্থবছর থেকে করমুক্ত দান বা উপহারের আওতায় স্বামী–স্ত্রী, মাতা–পিতা ও সন্তানের পাশাপাশি আপন ভাই ও বোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মানে, আপন ভাই–বোন নিজেদের সহোদরকে দান করলে তা করমুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে আপন ভাই–বোন টাকা দিলে তাতে কর দিতে হবে না। একটু ভেঙে বলা যাক, ধরুন, আপনার ভাই আপনাকে দুই লাখ টাকা উপহার হিসেবে দিল, যা বছর শেষে আপনার রিটার্নে দেখালেন। এতে কর বসবে না। একইভাবে আপনার ভাইকে তাঁর কর নথিতে এই দান বা উপহারের কথা উল্লেখ করতে হবে। এ ছাড়া পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর–অস্থাবর সম্পদ হস্তান্তরও আরও সহজ হবে। কারণ, দান বা উপহারের মধ্যে টাকার পাশাপাশি...