নোয়াখালীর মাইজদীতে বহুতল এক বাণিজ্যিক ভবনের ছাদ থেকে পড়ে আশিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাইজদী বাজারের বিবি কনভেনশন হল ভবনে এ ঘটনা ঘটে। তিতাস বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর গ্রামের শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে। তিনি নোয়াখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং পরিবারের সঙ্গে মাইজদী বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আটতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন আশিকুল। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এদিকে তিতাসের পরিবারের দাবি, সে পড়ে যায়নি, বরং তাকে অমানবিক নির্যাতন করার পর...