২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম তামিলনাড়ুর কারুর জেলায় জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনি সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৫১ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের একটি বড় রাজনৈতিক জনসভা আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসনের অনুমতি ছিল প্রায় ৩০ হাজার মানুষের জন্য, কিন্তু বাস্তবে সেখানে ভিড় জমে ৬০ হাজারেরও বেশি। রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে এগোতে গেলে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কির মধ্যে অনেকেই মাটিতে পড়ে শ্বাসকষ্টে অজ্ঞান হয়ে যান। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলিত হয়ে ঘটে প্রাণহানি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বিজয়কে...