২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ এএম নিজেদের ক্রিকেট ইতিহাসে স্মরনীয় এক জয় পেল নেপাল। অল্প পুঁজি নিয়েও উজ্জীবিত বোলিং-ফিল্ডিংয়ে তারা হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। শারাজাহয় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শনিবার উইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল। ১৪৮ রানের পুঁজি নিয়ে তারা ক্যারিবীয়দের ১২৯ রানে আটকে দেয়। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে যে কোনো সংস্করণে নেপালের প্রথম জয় এটি। সেটাও আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচেই। সিরিজটিকে ‘ঐতিহাসিক’ সিরিজ হিসেবে উল্লেখ করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যার শুরুতেই অঘটনের শিকার ক্যারিবিয়ানরা। ভারতে সামনে টেস্ট সিরিজ থাকায় সিরিজে যদিও পূর্ণ শক্তির দল পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা নতুন চেহেরার দলকে প্রথমবার নেতৃত্ব দিচ্ছেন স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে...