গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের নেতা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়। আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির পৃথক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান...