টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এরই মধ্যে নিজের করে নিয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। চলতি আসরে এখন পর্যন্ত ছয় ম্যাচে তিনি করেছেন ৩০৯ রান। ভেঙেছেন ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের করা ২৮১ রানের রেকর্ড। আজ পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আরও ২ রেকর্ডের হাতছানি অভিষেকের সামনে। টি-টোয়েন্টি এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ তিনটি করে ৫০ ছোঁয়া ইনিংস আছে অভিষেক, রিজওয়ান, ভারতের বিরাট কোহলি ও শ্রীলংকার পাথুম নিশাঙ্কার। ফাইনালে আরেকটি ফিফটি করতে পারলে রেকর্ডটি অভিষেকের একার হয়ে যাবে। ৩০ ছুঁতে পারলে হবে আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি সাত ইনিংসে ত্রিশোর্ধ্ব রান করার কীর্তিতে এখন তিনি পূর্বসূরি রোহিত শর্মা ও রিজওয়ানের পাশে। আজ দুজনকেই ছাড়িয়ে যেতে পারেন স্বপ্নের ফর্মে থাকা অভিষেক। তার স্বপ্নযাত্রা শুরু হয়েছিল...