গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরীঘাট বেইলি ব্রিজের পাটাতন খুলে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী জানান, অন্তত ২৭ বার এই ব্রিজ সংস্কার করা হয়েছে। পাটাতন নদীতে পড়ে যাওয়ার পর অনেকে ঝুঁকি নিয়ে হেঁটে ব্রিজ পার হচ্ছেন। বিকল্প হিসেবে প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে ছোট পরিবহন যাতায়াত করছে। রাস্তাটি খারাপ হওয়ায় ভোগান্তি আরো বেড়েছে। নতুন সেতু তৈরির উদ্যোগ এখনো নেয়নি কর্তৃপক্ষ।আরো পড়ুন:স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় শুরু পদ্মা সেতুতে২৩ বছরেও মেরামত হয়নি সেতু, বাঁশের সাঁকোয় পারাপার সোনাব গ্রামের রনি মিয়া বলেন, “ব্রিজ বহুবার ভেঙেছে। এবার পাটাতন নদীতে পড়ে গেছে। কয়েকবার গাড়িও দুর্ঘটনায় পড়েছে। নতুন ব্রিজ হচ্ছে না।” অটোরিকশা চালক ফরিদ শেখ বলেন, “সকালে যাত্রী নিয়ে...