তামিলনাড়ুর কারুর জেলায় তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫১ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। সমাবেশে প্রাণহানির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ শনিবার সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয়। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার লোক সমাগমের, তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ৬০ হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ...