গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর দাবিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় শনিবারের এ বিক্ষোভে ৩০ হাজারের বেশি মানুষ রাস্তায় নামে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিক্ষোভে দেশটির সরকারের কাছে গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণের দাবি জানানো হয়। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, প্লাস্টিক দূষণ এবং অন্যান্য পরিবেশগত সংকট মোকাবিলার জরুরি পদক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা। নাইন টুয়েন্টি সেভেন ক্লাইমেট জাস্টিস মার্চের অন্যতম সদস্য বলেন, এই আন্দোলনে জলবায়ু...