দুর্গা অর্থাৎ যিনি দুর্গতি বা সংকট থেকে রক্ষা করেন। বাংলার দুর্গাপূজা নিছক একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্যের এক প্রতিচ্ছবি। মা দুর্গা কেবল এক দেবী নন, তিনি একাধারে মহাবিশ্বের শক্তি, সৌন্দর্য ও মমতার প্রতীক। প্রায় ৩০০০ বছর ধরে চলে আসা দুর্গাপূজা, মূলত একটি শাক্ত উৎসব। বৈদিক যুগে শক্তির উপাসনা শুরু হলেও, দুর্গাপূজার বর্তমান প্রতিমাতাত্ত্বিক উপাসনা শুরু হয় মধ্যযুগে। বিভিন্ন সময়ে বিবর্তন হলেও মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য অংশে দুর্গার যে রূপের বর্ণনা আছে, সেটিই বাংলার প্রতিমা নির্মাণের মূলভিত্তি। এই বর্ণনায় দেবী মহিষাসুরকে বধ করেছেন, যেখানে অসুর মহিষের রূপ ধারণ করেছিলেন। এটি অশুভ শক্তির বিরুদ্ধে একটি প্রতীকী লড়াই। শরৎকালীন দুর্গাপূজাকে শারদ উৎসব বলা হয়। পাল ও সেন যুগে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীর ধাতব মূর্তির প্রচলন ছিল। মধ্যযুগে কৌলীন্য...