প্রায় তিন মাস ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন এলাকায়। এতে চরমভাবে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। বাধ্য হয়ে অনেককে পুকুর ও খালের পানি দিয়ে রান্না করতে হচ্ছে। এদিকে পানি সরবরাহ বন্ধ থাকলও প্রতি মাসেই বিল ধরিয়ে দেওয়া হচ্ছেন গ্রাহকদের। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে গ্রাহকদের মাঝে। তাদের দাবি, বারবার জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, ১৯৯৮-১৯৯৯ সালের দিকে ভোলার লালমোহন পৌরসভা এলাকায় পানি সরবরাহের লাইন চালু হয়। প্রায় ২২ কিলোমিটার এলাকায় লাইন টেনে গ্রাহকদের পানি সরবরাহ করা হয়। প্রথম শ্রেণির পৌরসভাটিতে বর্তমানে পানির গ্রাহক রয়েছেন ৭০০ জন। আরও পড়ুন:পর্যটনে অপার সম্ভাবনায়ও উপেক্ষিত সাতক্ষীরাযাতায়াত দুর্ভোগে ৪০ শতাংশ পর্যটক কমেছে সিলেটে সরেজমিনে গিয়ে জানা গেছে, লামোহন পৌরসভার ৭টি ভূগর্ভস্থ পানির পাম্প থাকলেও দীর্ঘদিন ধরেই...