গোলে শটের পর শট নিচ্ছেন লিওনেল মেসি, কিন্তু বল ঢুকছে না জালে! বিরল সেই দৃশ্যই দেখা গেল ম্যাচজুড়ে। মাঝেমধ্যে যে দু-একটি ম্যাচে তাকে মনে হয় রক্ত-মাংসের মানুষ, সেই ম্যাচ। বরং তাকে বারবার হতাশ করে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরলেন প্রতিপক্ষ গোলকিপার। মেসি মানবীয় পর্যায়ে থাকলেন বলে হয়তো জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোরে টরন্টো এফসির মাঠে ১-১ গোলে ড্র করে মায়ামি। দুই দলের প্লেঅফ ভাগ্যে প্রভাব পড়বে না এই ফলাফলের। মায়ামি প্লেঅফ নিশ্চিত করেছে আগেই, ছিটকে গেছে টরন্টো। ম্যাচের ৬২ শতাংশের বেশি সময় বল নিজেদের কাছে রেখে গোলে ৯টি শট নেয় মায়ামি। লক্ষ্যে ছিল ৬টি। এর ৫টিই ঠেকিয়ে দেন টরন্টোর গোলকিপার শন জনসন। অবিশ্বাস্যভাবে, মেসিরই চারটি শট ঠেকান তিনি দুর্দান্ত দক্ষতায়। মেসির গোলের...