জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন গড়ে তুলতে জাতিসংঘের হ্যাবিট্যাট সংস্থাকে (ইউএন হ্যাবিটেট) বাংলাদেশে তাদের উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রোসবাখের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দ্রুত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর টেকসই বাসস্থানের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জাতিসংঘ হ্যাবিট্যাটকে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য প্রেক্ষাপটভিত্তিক, বহুমুখী আবাসন মডেল তৈরির পরামর্শ দেন। তিনি বলেন, প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়। এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে টেকসই ও স্বল্পমূল্যের বাসস্থানের সমাধান প্রয়োজন। তিনি নতুন ধরনের নকশা প্রস্তাব করেন,...