ভারতের অধিকারকর্মী সোনাম ওয়াংচুকের পাকিস্তান-সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার এমনটাই জানিয়েছেন লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়াল। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে একজন গ্রেপ্তার হন। ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও সীমান্তের ওপারে পাঠাতেন। রয়টার্স জানিয়েছে এ খবর। এদিকে, লাদাখের সহিংসতায় ওয়াংচুকের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করে লাদাখ অ্যাপেক্স বডি, এলএবি। বিক্ষোভে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে শুক্রবার ওয়াংচুক গ্রেপ্তার হন। এরপর থেকে রাজধানী লেহতে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এ ছাড়া সরকারের সাথে আলোচনার জন্য সোমবার একটি প্রতিনিধি দল পাঠাবে এলএবি। এর আগে, আলাদা রাজ্যের মর্যাদা...