শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ রোববার। এরমধ্য দিয়েই শুরু হলো পাঁচ দিনের উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই চলছে চণ্ডীপাঠ ও পূজা। ঘণ্টা, শঙ্খ, ঢাক-ঢোলের বাদ্যে মুখর সারা দেশের মণ্ডপগুলো। গতকাল শনিবার মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় বোধনের মাধ্যমেই দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হয়। আগামীকাল মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী ও বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গা পূজা। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হয়েছে গজে, ধরনী হবে শস্যশ্যামলা। আর গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা...