২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম এশিয়া কাপের ইতিহাস ৪১ বছরের। এর আগে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতাটির ১৬টি আসর। কিন্তু কোনোবারই ফাইনালে মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল ভারত ও পাকিস্তান। ১৭তম আসরে তৈরি হয়েছে সেই সুযোগ। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবার ফাইনালে লড়বে চিরবৈরী প্রতিবেশি দেশ দুটি। এবারের ফাইনাল ঘিরে উত্তেজনা-উন্মদনাও তাই আকাশ ছোঁয়া। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 'যুদ্ধটি' শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায়। টি টোয়েন্টি ফর্মেটের ফাইনালকে সামনে রেখে পাকিস্তানের লক্ষ্য ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়া। অন্যদিকে রেকর্ড নবমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরতে মুখিয়ে ভারত। এছাড়া গেল মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধের রেশ লক্ষ্য করা গেছে দু’দলের ক্রিকেটারদের মধ্যে। গ্রুপ পর্বে টস-এর শুরুতে ও ম্যাচ...