২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে পর্তুগালের পোর্তো শহরে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নবগঠিত কমিটির অভিষেক ও বর্ণাঢ্য বাংলা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল তিনটায় রঙিন আয়োজনে এ অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিসবনে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার প্রধান লায়লা মুনতাজেরী দিনা। তিনি বলেন, “প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে সহায়তা করবে।” বিশেষ অতিথি ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ এবং তরুণ ব্যবসায়ী ইমন আহমেদ। তাদের উপস্থিতিতে অভিষেক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় ৬৫ সদস্যের নতুন...