২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম চলতি বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৈঠকে বসতে পারেন। এ বৈঠক হতে পারে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ২০১৯ সালে ট্রাম্প এবং কিমের মধ্যে একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। তারপরও কিম সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে পুনরায় সংলাপ শুরুর ইচ্ছা প্রকাশ করেছেন। এ বৈঠক মূলত দুই দেশের মধ্যকার পারমাণবিক ও কূটনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ হতে পারে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিউইয়র্কে জানিয়েছেন, অক্টোবরের শেষের দিকে শুরু হতে যাওয়া এপেক সম্মেলনের...