আজ রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় বোধন শেষে আজ পালিত হচ্ছে মহাষষ্ঠী। রাজধানীসহ সারাদেশে এবার মোট ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায় ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার রাতে বোধনের মধ্য দিয়ে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ আর উলুধ্বনিতে উৎসবমুখর পরিবেশে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। পূজার আনুষ্ঠানিকতায় দেবী অধিষ্ঠিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে। আজ মহাষষ্ঠী তিথি রাত ৯টা ৫৭ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল সোমবার মহাসপ্তমী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এবার সারাদেশে গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি বেশি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১। শুধু রাজধানী ঢাকায় এবার ২৫৯টি মণ্ডপে পূজা হচ্ছে, যা...